বলিউড নায়কimage_21723.boliরা কে কতো পারিশ্রমিক নেন টাকার অঙ্কের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে? কোন নায়কের রোজগার সবচেয়ে বেশি, কারই বা ইউএসপি কী? এই সব অজানা কিছু তথ্য দিয়ে সাজানো হয়েছে বলিউডের ৫ সুপারহিরোদের অজানা কিছু কথা:

হূত্বিক রোশন বিশেষত্ব: বলিউডের প্রথম সুপারহিরো। দর্শকদের নজর অসামান্য নাচের প্রতিভায়। কাজের ধরন: অনেকেই হয়তো জানেন না, বছরে মাত্র একটা ছবি করে হূত্বিক। ফলে দর্শকদের একটা চাহিদা থেকে যায় তাঁকে দেখার। অভিনয় থেকে নাচ কিংবা অ্যাকশন, কোনও ক্ষেত্রেই হূত্বিকের কমতি নেই, ফলে অকের পর এক সুপারহিট। পারিশ্রমিক কত: প্রতি ছবিতে ১৫ থেকে ২৫ কোটি টাকা নেন তিনি। পাশাপাশি আছে এনডোরসমেন্ট ফি। সেটার অঙ্কটাও দেড় কোটি টাকার কাছাকাছি। ‘কৃষ থ্রি’-এর জন্য ২৫ কোটি পেয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। Read the rest of this entry »

অ্যাকশন কিং হিসেবে স্বীকৃimagesতি লাভ করলেন ‘ম্যাসলম্যান’খ্যাত বলিউড অভিনেতা সালমান খান। শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মতো তারকাদের পেছনে ফেলে বলিউডের সেরা অ্যাকশন তারকা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। সম্প্রতি আইটাইমস ডটকমের আয়োজিত ‘সেরা অ্যাকশন কিং’ শীর্ষক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
টাইমস অব ইনডিয়ার খবরে জানা গেছে, বিভিন্ন সময়ের অ্যাকশন নায়কদের ওপর জরিপ চালায় আইটাইমস ডটকম। এতে সালমান ৪০ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থানটি দখল করে নেন।
এ প্রসঙ্গে সালমান এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি অ্যাকশন দৃশ্যে শুটিং করতে সব সময়ই দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি। দর্শকরাও আমার মারপিটের দৃশ্যগুলো উপভোগ করেন বলে সত্যি আমি আনন্দিত।’ সূত্রটি আরো জানিয়েছেন, সেরা অ্যাকশন কিং তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অজয় দেবগন। তিনি ২৫ শতাংশ ভোট পেয়েছেন। ২০ এবং ১৫ শতাংশ ভোট পেয়ে ‘খিলাড়ি’খ্যাত নায়ক অক্ষয় কুমার হৃতিক রোশন যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন। সেরা দশে স্থান করে নিয়েছেন যথাক্রমে শাহরুখ খান, আমির খান, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, জায়েদ খান এবং সনু সৌদ।

ব্যাটে-বলের খেলা দিয়ে বাংলাদেশকে বিশ্বে অ5276116ebce23-sakibন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সাকিব আল হাসান দেশেরই সম্পদ। তাই তাঁর অসুস্থতায় তাঁকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ অ্যাপোলো হাসপাতালে সাকিবকে দেখতে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
আজ সাড়ে এগারোটার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী অ্যাপোলে হাসপাতালে পৌঁছান। এর পর সাকিবের শয্যাপাশে মিনিট দশেকের মতো থাকেন। সাকিবের চিকিৎসা সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজখবর করেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগের দিন জ্বরে আক্রান্ত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২৮ অক্টোবর রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পর দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সাকিব ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তবে মারাত্মক কিছু নয়। নিয়মিত চিকিত্সায় দ্রুতই সাকিব সেরে উঠবেন।

য্ক্তুরাষ্ট্র, যুক্তরাজ্যের পর indexএবার ঢাকার দর্শকদের মাতাতে আসছে ভিন ডিজেল অভিনীত ব¬কবাস্টার ছবি ‘রিডিক’। ১লা নভেম্বর স্টার সিনেপেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পাওয়া এ ছবি যেমন দর্শকদের মন জয় করেছে তেমনি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে। তিন কোটি ৮০ লাখ ডলার বাজেটের ছবিটি মুক্তির প্রথম তিনদিনের মধ্যেই আয় করেছে এক কোটি ৮০ লাখ ডলার। লাগাতার তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে শীর্ষে থাকার পর ‘দ্য বাটলার’কে টেক্কা দিয়ে ‘রিডিক’ আয় করেছে সাত কোটি ৩০ লাখ ডলার, যেখানে ‘দ্য বাটলার’র আয় ছিল দুই কোটি ৪৩ লাখ ডলার। সায়েন্স ফিকশন সিরিজ ‘দ্য ক্রনিকলস অফ রিডিক’র প্রথম সিনেমা মুক্তি পায় ২০০০ সালে, যার নাম ছিল ‘পিচ ব¬্যাক’। আর এই সিরিজের তিনটি সিনেমাতেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেল। অভিনয়ের পাশাপাশি এ ছবিতে অর্থলগ্নিও করেছেন তিনি। এজন্য তাকে বাড়ি বন্ধক রাখার ঝুঁকিও নিতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, যদি এ ছবির কাজ শেষ করতে না পারতাম তাহলে আমার বাড়িটি খোয়া যেত এবং আমি ছিন্নমূলে পরিণত হতাম। ছবি সম্পর্কে ডিজেল বলেন, ছবিটি নির্মাণ করে আমি আনন্দিত। গত দশ বছরে দর্শক আমাকে এমন ছবিতে দেখেনি। মাথায় একটা চুলও নেই এমন পেশীবহুল অভিনেতা হলিউডে অনেক। কিন্তু ভিন ডিজেল এই তালিকায় আছেন Read the rest of this entry »

ইতিমধ্যে নিজের অভিনয়-পারফরমেন্স গুণে বলিউডের চাহিদাসম্পন্ন অভিSonakshi-Sinha-Wallpaper-51নেত্রীতে পরিণত হয়েছেন সোনাক্ষী সিনহা। ব্যস্ততার বিচারে অন্য অনেকের চাইতে এগিয়ে গেছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, যতগুলো ছবিতে অভিনয় করেছেন তার প্রায় নব্বই ভাগই সফল। তাই খুব অল্প সময়ে সফল অভিনেত্রীর তকমা নিয়ে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের টক্কর দিচ্ছেন তিনি। এদিকে সোনাক্ষী অভিনীত নতুন ছবি ‘বুলেট রাজা’ ও ‘র‌্যাম্বো রাজকুমার’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এই দুটি ছবিতে যথাক্রমে সাইফ আলী খান ও শহিদ কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে। অল্প সময়ে অনেক ছবিতে অভিনয় করলেও এখন পর্যন্ত আইটেম গানে কাজ করা হয়নি সোনাক্ষীর। তবে তার ভক্তদের জন্য নতুন খবর হলো, আইটেম গান নিয়ে এবার দর্শকদের সামনে আসছেন তিনি। প্রভুদেবা পরিচালিত নতুন একটি ছবিতে তাকে আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে। এদিকে প্রভুদেবার ‘জোকার’ ও ‘বস’ ছবিতে ইতিমধ্যে অভিনয় করেছেন সোনাক্ষী। পরিচালক ও অভিনেত্রী হিসেবে বেশ ভাল একটি সম্পর্কও তাদের মাঝে গড়ে উঠেছে। প্রভুদেবা নিজের নতুন ছবিতে সোনাক্ষীকে উপস্থাপন করছেন বেশ আবেদনময়ীরূপে। জানা গেছে আইটেম গানটিতে ঘাঘরা-চোলিতে কিভাবে সোনাক্ষির আবেদনময়ী রূপ দেয়া যায় তার পরিকল্পনা ইতিমধ্যে করেছেন প্রভুদেবা। খানিক ছোট এই ঘাঘরা-চোলির ডিজাইনও প্রভুদেবাই করেছেন। এবারই প্রথমবারের মতো কোন অভিনেত্রীর জন্য পোশাক ডিজাইন করেছেন তিনি। এদিকে এ ছবিতে কাজ করা প্রসঙ্গে সোনাক্ষি বলেন, প্রভুদেবা আসলে জাদুকরি একজন মানুষ। তার সব কাজই অত্যন্ত নিখুঁত হয়। তার সঙ্গে কাজ করতে বরাবরই ভাল লাগে আমার। এবারও আইটেম গানে কাজ করানোর জন্য আমাকে রাজি করিয়ে ছাড়লেন তিনি। আর এর জন্য পোশাক ডিজাইন করেছেন তিনি নিজেই। তাই আমি খুব এক্সাইটেড। তার পোশাকে আবেদনময়ী হতে আমি প্রস্তুত।

নারীদের মধ্যে স্তন ক্যান্সার বিষimagesয়ে সচেতনতা বাড়াতে একটি হাই-টেক ব্রা বা বক্ষবন্ধনী এনেছে নেসলে ফিটনেস। এ কাজে তাদের সহযোগিতা করেছে অগলিভি এথেনস নামে একটি বিজ্ঞাপনী সংস্থা। এই ব্রা উন্নত প্রযুক্তির সহযোগিতায় নারীদের মনে করিয়ে দেবে যে, মাসে একবার নিজে নিজে ক্যান্সার পরীক্ষা করা উচিত। এর মাধ্যমে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রমের গতি আনাই তাদের লক্ষ্য। এই ব্রা খুললেই স্বয়ংক্রিয়ভাবে একটি টুইট বা টুইটার আপডেট চলে যাবে। যা থেকে নারীরা ক্যান্সার বিষয়ে সচেতন হতে পারবেন। টুইটের মাধ্যমে জীবন রক্ষাকারী বার্তা পাবেন তারা। টুইটারের সঙ্গে এ ব্রার সংযোগ তৈরি করার জন্য এটির হুকটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। হুক খুললেই এটি মোবাইল ফোনে একটি সিগন্যাল পাঠায়, সিগন্যাল পেয়ে ফোনটি একটি সার্ভারকে নোটিশ পাঠায়। সে সার্ভার থেকে একটি টুইট আপডেট তৈরি হয়। ব্রা কোম্পানি বলছে, এটিই প্রথম ও একমাত্র ব্রা যা একটি উদ্দেশ্য নিয়ে নারীদের বলবে, নিজে নিজে মাসে একবার স্তন পরীক্ষার কথা ভুলে যাবেন না।
সূত্র: আইবিএন

বলিউডে ‘মার্ডার’ ছবির মধ্য দিয়ে বলিউডে যাimagesত্রা শুরু করেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন মল্লিকা সেরাওয়াত। প্রথম ছবিতেই তুমুল রগরগে দৃশ্যে কাজ করে বলিউডে রেকর্ড তৈরি করেন তিনি। এরপর প্রায় সব ছবিতেই এমন ইমেজেই পাওয়া গেছে মল্লিকাকে। তবে শুধু বলিউডে থেমে থাকেনি তার ক্যারিয়ার। ইতিমধ্যে তিনটি হলিউড ছবিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে ‘হিস’ ছবিতে নাগিনী চরিত্রে কাজ করে হলিউডেও আলোচনায় আসেন তিনি। তবে গত প্রায় একটি বছর বলিউডে কাজ কমিয়ে দিয়েছেন এই সেক্সসিম্বল অভিনেত্রী। একটি বছর এর বেশিরভাগই মল্লিকা কাটিয়েছেন নিউইয়র্কে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায়। হলিউডের সঙ্গে যোগাযোগটাও তার মাধ্যমে রক্ষা করেছেন। আর সম্প্রতি দেশে ফিরেই নিজের নতুন হলিউড ছবির ঘোষণা দিলেন তিনি। চার নম্বর হলিউড ছবিতে কাজ করতে যাচ্ছেন মল্লিকা। হলিউডের চারটি ছবি বলিউডের কোন অভিনেত্রী এখনও করেননি। সেদিক থেকে সবাইকে ছাপিয়ে রেকর্ডের খাতায় নাম লেখাতে যাচ্ছেন মল্লিকা। তবে তার এই হলিউডের নতুন ছবির নাম এখনও ঠিক হয়নি। খুব শিগগিরই সংশ্লিষ্ট প্রোডাকশন হাউজ থেকে ঘোষণা দিয়ে এ ছবির শুটিং শুরু হবে। এ ছবিতেও একটি নগ্নদৃশ্যে ক্যামেরাবন্দি হবেন মল্লিকা। এ বিষয়ে তিনি ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আমি চার নম্বর হলিউড ছবিতে কাজ করতে যাচ্ছি। আমি নিয়মিতই সেখানে কাজ করতে চাই। এবারের ছবিটি সম্পূর্ণ অ্যাকশনধর্মী। আমাকেও অ্যাকশন দৃশ্যে দেখা যাবে এখানে। পাশাপাশি খুল্লাম খুল্লা মল্লিকার স্বাদও পাওয়া যাবে। আমি ছবিটি নিয়ে খুব আশাবাদী। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর থেকেই এ ছবির কাজ শুরু হবে।

বছর তিনেক আগে গানের জগতে আলোbangladeshi singer mila,মিলা (8)চিত একটি নাম ছিল মিলা। কিন্তু হঠাত্ করেই মিলার গানের জগতে বিচরণ কমে যায়। রোজার ঈদে নিজের একটি নতুন গানের ভিডিও প্রকাশ করেন মিলা। এরপর আর কোনো নতুন গানে দেখা যায়নি তাঁকে। সপ্তাহ দুয়েক আগে প্রায় দুই বছর বিরতির পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন মিলা। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে গানটি‘সত্তা’ ছবিতে ব্যবহূত হবে। ছবিটির কাহিনি, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল। গানের কথা লিখেছেন শাহান কবন্ধ।

মিলা বলেন, ‘অনেক দিন পর ছবিতে গান করব। ২০১০ সালে বাপ্পা দার সঙ্গে সর্বশেষ“বেইলি রোড” ছবিতে গান করেছিলাম। তিনি বেশ যত্ন নিয়ে কাজগুলো করেন। এবার তাঁর সুর-সংগীতে গান করছি। আপাতত আমি কনসার্ট নিয়েই ব্যস্ত রয়েছি। তাই অডিও অ্যালবাম কিংবা প্লে-ব্যাকের জন্য খুব একটা সময় বের করতে পারছি না। তা ছাড়া দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতে মানুষের গান শোনার আগ্রহও কমে গেছে। সে কারণেই নতুন অ্যালবামটি প্রকাশ করছি না। আমার অ্যালবামের সব কটি গানের কাজ শেষ পর্যায়ে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরেই অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে রয়েছে।’

জানা গেছে, মিলা বেশ কটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করছেন। তবে নতুন অ্যালবামটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করবেন কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি।

২০০৯ সালে জি-সিরিজের ব্যানারে মিলার সর্বশেষ অ্যালবাম ‘রি-ডিফাইন্ড’ প্রকাশিত হয়েছিল। এর আগে তাঁর ‘ফেলে আসা’, ‘চ্যাপ্টার-২’ শিরোনামের দুটি অ্যালবামও প্রকাশিত হয়। অ্যালবামের বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পায়।

বিনোদন রিপোর্ট এবার আরো এক523f356e4193f-bino-2টি দ্বৈত অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও ন্যান্সি। এর নাম রাখা হয়েছে ‘সন্দেহ’। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘সম্প্রতি আসিফ ভাইয়ের সঙ্গে আমার ‘ঝগড়ার গান’ নামের দ্বৈত অ্যালবামটি প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই এর গানগুলো শ্রোতামহলে সাড়া ফেলেছে। এটি প্রকাশের পর পরই নতুন অ্যালবামটি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই এর কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই গানগুলোর রেকর্ডিং করব। একটা মজার ঘটনা বলি, এ অ্যালবামের নাম নিয়ে আমার ও আসিফ ভাইয়ের মধ্যে বেশ হাসি-ঠাট্টা হয়েছে। ‘ঝগড়ার গান’র পর নতুন অ্যালবামের নাম ‘সন্দেহ’ রাখায় আমি তাকে রম্য করে বলেছিলাম, আপনি কী শুরু করেছেন! ‘ঝগড়ার গান’, ‘সন্দেহ’ এরপর তো অ্যালবামের নাম রাখবেন মারামারি কিংবা কাটাকাটি। আমার কথা শুনে আসিফ ভাই হো হো করে হেসে উঠেছিলেন।’
অন্যদিকে, ‘সন্দেহ’ অ্যালবাম প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ন্যান্সির গায়কীয় বেশ ভালো। আমার এবং ন্যান্সির আগের গানগুলো শ্রোতারা বেশ আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন। নতুন অ্যালবামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’
এ অ্যালবামের জন্য গান লিখছেন_ বদিউল আলম, কবির বকুল, প্রদীপ সাহা, রাজীব আহমেদসহ অনেকেই। ভালোবাসা দিবস উপলক্ষে এটি বাজারে আনবে আর্ব এন্টারটেইনমেন্ট।
এদিকে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ন্যান্সি। এ বিষয়ে তিনি বলেন, ‘মা হওয়ার বিষয়টি মাত্র কয়েকদিন আগে আমরা নিশ্চিত হয়েছি। ডাক্তার আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে অনাগত সন্তানের আগমনের সম্ভাব্য তারিখ দিয়েছেন।

আকাশ বন্ধু ১৯৩১-৩1377323346২ সালের দিকে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হারবার্ট স্যামুয়েল তাদের সমাজের অবস্থার দিকে নজর দিয়ে বলেছিলেন_ ব্রিটেনের রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক নানা সমস্যা রয়েছে। কিন্তু সবচেয়ে বড় চিন্তার বিষয় আমাদের জাতীয় চরিত্র। যারা জাতীয় চরিত্র সম্পর্কে খোঁজ রাখেন, তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ব্রিটিশ জাতির সাহস ও দেশপ্রেম পূর্ণমাত্রায় আছে। আমাদের নির্বাচনে যে তিন কোটি ভোটদাতা আছে, তাদের বুদ্ধি ও কর্তব্য নিষ্ঠা আগের তুলনায় বেড়েছে ছাড়া কমেনি। কিন্তু দেশবাসীর এক অংশের যে চারিত্রিক অবনতি দেখা যাচ্ছে, তা মোটেই উপেক্ষণীয় নয়। আমাদের বড় বড় শহরে যে দুষ্কৃতি সৃষ্টি হয়েছে, তা ব্রিটিশ জাতির কলঙ্ক। প্রথম বিশ্বযুদ্ধের পর এ দেশে অপরাধীর সংখ্যা এত কমে গিয়েছিল যে অর্ধেক জেলখানা বন্ধ রাখলেও চলত। কিন্তু এখন তা উল্টো হয়েছে। বিশেষ করে অল্প বয়স্ক অপরাধীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে ৮০-৮২ বছর আগে এমন বললেও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে কি বলছেন তা হয়তো আমাদের জানা নেই। তবে এই স্বাধীন রাষ্ট্রের কিছু বক্তব্য তো নিশ্চয়ই Read the rest of this entry »